প্রথম পাতা খবর ফের উত্তপ্ত ভূস্বর্গ! কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান

ফের উত্তপ্ত ভূস্বর্গ! কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান

277 views
A+A-
Reset

ফের একবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই সেনার। শনিবার কুপওয়ারার কামকারি এলাকায় নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গুলির লড়াইয়ে নিহত এক জওয়ান। গুরুতর আহত এক মেজর-সহ পাঁচ সেনা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির।

এদিন সকালে এলাকায় একাধিক জঙ্গির হদিশ মেলে। এরপরই শুরু হয় গুলির লড়াই। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হল।

এর আগে গত ২৪ জুলাই এই কুপওয়ারার লোলাব এলাকাতেই গুলির লড়াই শুরু হয়েছিল। নিরাপত্তারক্ষীরা অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীদের নিকেশ করতে সক্ষম হয়েছিলেন। সেবারের লড়াইয়ে এক সেনাও শহিদ হন।

ফের শনিবার ভোরে এলওসি-তে ওই হামলার ঘটনায় পাক সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং জঙ্গিদের যৌথবাহিনী ‘বর্ডার অ্যাকশন টিম’ (ব্যাট) জড়িত বলে সেনা সূত্রের খবর। সাধারণ ভাবে পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষিত জঙ্গিরা এই বাহিনীর সাহায্যেই উপত্যকায় অনুপ্রবেশ করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.