প্রথম পাতা খবর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩, আজ ওয়েনাড যেতে পারেন রাহুল গান্ধী

ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩, আজ ওয়েনাড যেতে পারেন রাহুল গান্ধী

378 views
A+A-
Reset

প্রবল বৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়েনাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ মঙ্গলবার রাত পর্যন্ত সেখান থেকে উদ্ধার হল ১২৩ জনের দেহ। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা।

প্রশাসন সূত্রে খবর, উদ্ধার হওয়া মৃতদেহগুলো মধ্যে ৩৭ জনের দেহ শনাক্ত করা গিয়েছে। প্রশাসন মনে করছে, ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে রয়েছেন বহু মানুষ।

ওয়ানাডের মেপাড্ডিতে ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহিলাও রয়েছে৷

ভারী বৃষ্টি, দুর্যোগ মাথায় নিয়েই পুলিশ, প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। বায়ুসেনা বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। তবে ধসের কারণে রাস্তাঘাট ভেঙে পড়ায় বহু এলাকায় পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল।

বুধবার কেরলে যেতে পারেন রাহুল গান্ধী । কেরলের কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল মঙ্গলবার জানিয়েছেন, রাহুলের সঙ্গে যেতে পারেন প্রিয়ঙ্কা গান্ধীও। লোকসভার বিরোধী দলনেতা রাহুলের সদ্য-প্রাক্তন লোকসভা কেন্দ্র এই ওয়েনাড।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.