দুর্গাপুর: শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। এর পাশাপাশি জল ছাড়ছে ডিভিসি। বাড়ছে আশঙ্কা।
ডিভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভপ্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা একাধিক জেলায়। কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি নদীর জলস্তরই বেড়েছিল। ডিভিসির জল ছাড়ার কারণে পরিস্থিতি আরও সঙ্কটজনক হওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবারেও জল ছাড়া হয়েছে দামোদরের দুটি জলাধার থেকে। জানা গিয়েছে, রবিবার বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ১ লক্ষ ১২ হাজার ৮৩৬ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। সূত্রের খবর, রাত পর্যন্ত আরও জল ছাড়া হয়।
এদিন ডিভিসির পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অতি বৃষ্টির কারণে জলাধার গুলিতে হু-হু করে জল ঢুকছে। আর তাই জল ছাড়তে বাধ্য হচ্ছেন ডিভিসি কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজের ২৮টি লকগেট খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে সেচ দফতরের তরফ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে মানুষকে। নতুন করে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়ার বড়জোড়া ও সোনামুখী ব্লক এলাকার একাংশ।