কলকাতা: নিম্নচাপ সরলেও ভারী বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বাংলার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিনে বরং উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা বাড়বে।
সোমবার সকালে মুখভার করেছিল কলকাতার আকাশ। সকাল সাড়ে ১০টা নাগাদ বিক্ষিপ্ত ভাবে ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। সারাদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।
এ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের ১০ জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা থাকলেও সোমবার থেকে সপ্তাহভর রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এরপর, মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই বাংলায় বাড়ছে বৃষ্টি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, মেঘালয়, সিকিম এবং ভুটানে। এর প্রভাব পড়বে বাংলাতেও।