কলকাতা: আরজি কর-কাণ্ডে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেলে রাজারহাটের সিটি সেন্টার-২ এ একটি অনুষ্ঠানে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘ভেরি আনফরচুনেট। স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। ইটস টেরিবল’।
সৌরভ বলেন, ‘খুবই দুর্ভাগ্যের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। ভয়ানক। সত্যি ভয়ানক। সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সেভাবে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনও জায়গায় হতে পারে। ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে। এটা ঠিক নয়। খুব খুব ভুল।’
এরপর মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে মুখ খোলেন সৌরভ। বলেন, ‘না, আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে নিরাপদ নয় বলে মনে করাটা ঠিক নয়। এটা একটা দুর্ঘটনা, যে পৃথিবীর সমস্ত প্রান্তে ঘটছে। তবে এটাকে বন্ধ করতে হবে। খুব ভুল। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত জায়গায় আছে। খুব ভাল একটা দেশ। পশ্চিমবঙ্গও ভাল রাজ্য। একটা দুর্ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু কড়া পদক্ষেপ করতেই হবে।’
তাঁর মতে। সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সেভাবে ক্যামেরা, সিকিউরিটি সিস্টেম তৈরি রাখার কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সব জায়গায় নিরাপত্তা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন।