কলকাতা : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। শেষমেশ পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বলেন, “আমার কাছে বদলি সংক্রান্ত কোনও তথ্য নোটিস নেই। আমি নিজে থেকেই পদত্যাগ করছি। ”
একটি মহলের দাবি, পড়ুয়া আন্দোলনের চাপে ইস্তফা দিলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে, পদত্যাগের কথা জানিয়ে তিনি বললেন, কারও চাপে নয়, তিনি স্বচ্ছেয় পদত্যাগ করছেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক খেলা চলছে। তিনি আরও বলেন, পড়ুয়ারা এটাই চেয়েছিলেন। তাই তিনি এটা করলেন। এবার হয়ত পরিস্থিতি স্বাভাবিক হবে, জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবেন।
অধ্যক্ষ বলেন, ‘‘আমার মুখে কথা বসিয়ে রাজনীতির খেলা চলছে। বিরুদ্ধ গোষ্ঠী এই ঘটনা নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে। আমি কোনও দিন এ সব খেলা খেলিনি। আমি সরকারি কর্মচারী। শেষ মুহূর্ত পর্যন্ত সেই দায়িত্ব পালন করব। আশা করব, ছাত্রছাত্রীরা শীগ্রই কাজে যোগ দেবেন।’’
উল্লেখ্য, আরজি কর হাসপাতালের এক তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা।