নয়াদিল্লি: উত্তরাখণ্ডের একটি বেসরকারি হাসপাতাল থেকে উত্তরপ্রদেশ সীমান্তের কাছে নিজের বাড়িতে ফেরার সময় এক নার্সকে ধর্ষণ ও হত্যা করা হয়। ৩০ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা।
তিনি হাসপাতাল ছেড়েছিলেন এবং সিসিটিভি ফুটেজে রুদ্রপুরের ইন্দ্রা চক থেকে একটি ই-রিকশা নিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু উত্তরপ্রদেশের বিলাসপুরের কাশিপুর রোডে নিজের ভাড়াবাড়িতে পৌঁছাননি তিনি। ওই বাড়িতেই নিজের ১১ বছরের সন্তানের সঙ্গে থাকতেন তিনি।
ঘটনার পর দিন নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই নার্সের বন। আট দিন পর গত ৮ আগস্ট, উত্তরপ্রদেশ পুলিশ ডিবডিবা গ্রামে একটি ফাঁকা জমিতে তাঁর মৃতদেহ খুঁজে পায়। ওই জায়গাটি মৃতার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তদের খোঁজে বিশেষ দল গঠন করে। মৃতার চুরি হওয়া মোবাইল ফোনের সন্ধান চালায় পুলিশ। সেই মোবাইলের সূত্র ধরেই ধর্মেন্দ্র নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত, উত্তরপ্রদেশের বেরেলির একজন দিনমজুর বলে জানা যায়। বুধবার রাজস্থান থেকে গ্রেফতার করা হয় তাকে।