কলকাতা: বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় শুক্রবার পর্যন্ত গ্রেফতার ১৯ জন। পুলিশের কাছে তাঁদেরই একজনের স্বীকারোক্তি, ‘মিছিলে ছিলাম, আবেগের বশে ভাঙচুর চালিয়েছি’!
নাগেরবাজারের বাসিন্দা সৌমিক দাস নামে এক ধৃত দাবি, আরজি কর হাসপাতালের সামনে দিয়ে যে মিছিল যাচ্ছিল, সেই মিছিলে তিনিও ছিলেন। সেই মিছিল থেকে আরজি করে ঢুকে পড়েছিলেন।
আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী, সৌমিক বলেন, ‘‘আমি মিছিলে গিয়েছিলাম। সবাইকে ভাঙচুর করতে দেখে আমি ইমোশনাল হয়ে ভাঙচুর করেছি। এটা আমার অপরাধ হয়েছে। তবে কোনও প্ররোচনা ছিল না। আমি নিজে থেকেই গিয়েছিলাম”।
একই সঙ্গে ওই যুবক বলেন, “আমার চেনাপরিচিতি অনেকেই মিছিলে গিয়েছিল। রাস্তাতেও অনেকের সঙ্গে দেখা হয়েছিল। ওরা আমার পরিচিত। আমার সঙ্গে জিম করে। কেউ নাগেরবাজারে থাকে, কেউ কুন্ডুবাগানে। কুন্ডুবাগান থেকে এক জন ধরা পড়েছে। বিকিদা ধরা পড়েছে বলে শুনলাম। ও আমার সঙ্গে জিম করে।’’