প্রথম পাতা বিনোদন আরজি কর প্রসঙ্গ টেনে মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি

আরজি কর প্রসঙ্গ টেনে মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি

321 views
A+A-
Reset

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী ও যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী। এতে কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকেও ট্যাগ করেছেন মিমি।

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন মহিলা চিকিৎসকের পরিবারকে গত ১৬ আগস্ট ১০ লক্ষ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে এনে সমাজমাধ্যমে তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সরাসরি ধর্ষণের হুমকি।

রাশিদুল নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তাঁর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’ সায়ক মাইতি নামে আরেকজন লিখেছে, ‘রেপটা মিমির সাথে হলে ভাল হতো।’

নিজের পোস্টে মিমি লেখেন, “এই কারণে আমরা লড়ছি! আমরা একজন মহিলার জন্যই ন্যায়বিচার চাইছি, তাই না? এঁরা ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছেন। এঁরাই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছেন, তাঁরা নাকি মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন শিক্ষার পরিচয়।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.