274
কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই।
নিম্নচাপের জেরে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিন দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্য দিকে, উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।