কলকাতা: ফের একবার আরজি কর নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপধ্যায়। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে দীর্ঘমেয়াদী সমাধানসূত্র খোঁজার বার্তা দেন অভিষেক।
এ দিন এক্স (আগের টুইটার) পোস্টে অভিষেক লেখেন, “গত ১০ দিন ধরে যখন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদে গোটা দেশে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই সময়তেই দেশের বিভিন্ন জায়গায় আরও ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার রিপোর্ট দায়ের হয়েছে। যখন মানুষ এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন, তখনও এই জঘন্য অপরাধ ঘটে চলেছে। দুঃখের বিষয়, এই সমস্যার দীর্ঘমেয়াদী কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি।”
অভিষেক আরও লেখেন, ‘‘দেশের ধর্ষণের অভিযোগের পরিসংখ্যানই বলছে, এই মুহূর্তে ধর্ষণ বিরোধী কঠোর আইন কতটা জরুরি হয়ে পড়েছে। এমন আইন, যা অপরাধের ৫০ দিনের মধ্যে ধর্ষণকারীকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা নিশ্চিত করবে। নিশ্চিত করবে তার দ্রুত এবং কঠোর শাস্তি। কোনও সারবত্তাহীন প্রতিশ্রুতি দেবে না।’’
এ ব্যাপারে রাজ্য সরকারকে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী কঠোর আইন তৈরি করার পরামর্শও দিয়ে তিনি লেখেন, ‘‘সমস্ত রাজ্যগুলির সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা। এর থেকে বিন্দুমাত্র কম কিছু হলে, তা হবে নেহাৎই প্রতীকী এবং আদতে তাতে কোনও কাজ হবে না।’’