নয়াদিল্লি: তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির দেখতে যাওয়া একটি পরিবারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্লিপটিতে, একটি পরিবারকে ভারী সোনার গয়না পরা অবস্থায় দেখা যাচ্ছে। সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ২৫ কেজি সোনা পরিধান করে তাঁরা ভগবানের দর্শন করেছিলেন।
যাঁরা এত সোনার গয়না পড়ে মন্দিরে হাজির হয়েছেন তাঁরা হলেন সানি নানাসাহেব ওয়াঘচৌরে এবং সঞ্জয় গুর্জার। মহারাষ্ট্রের পুনের এই বাসিন্দারা ‘গোল্ডেন গাইজ নামে বিখ্যাত।
ভিডিওটি পোস্ট করার সময়, সংবাদ সংস্থা এএনআই লিখেছে, পুনে থেকে কয়েকজন ভক্ত ২৫ কেজি সোনার গয়না পরে তিরুমালার ভেঙ্কটেশ্বরা মন্দিরে গিয়েছিলেন।
ভিডিওতে, সানি নানাসাহেব ওয়াঘচোর এবং সঞ্জয় গুর্জারকে তাঁদের পরিবারের সঙ্গে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সানি নানাসাহেব ওয়াঘচৌরে এবং সঞ্জয় গুর্জার গলায় মোটা হার সহ সাদা গেঞ্জি এবং ধুতি পড়েছেন। সঙ্গে একটি সোনার শাড়ি পরা একজন মহিলাকে গয়না পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এক শিশুকেও বড়দের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।