প্রথম পাতা খবর বেআইনি! মঙ্গলবার নবান্ন অভিযানের অনুমতি দিল না রাজ্য পুলিশ

বেআইনি! মঙ্গলবার নবান্ন অভিযানের অনুমতি দিল না রাজ্য পুলিশ

342 views
A+A-
Reset

নবান্ন অভিযানের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি ছাত্র সমাজ। ছবি: রাজীব বসু

কলকাতা: আগামীকাল, মঙ্গলবার (২৭ আগস্ট) নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি সংগঠন। এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যে বড়সড় আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। ঠিক আগের দিন, সেই নবান্ন অভিযানের অনুমতি দিল না রাজ্য পুলিশ।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনও আইনি স্বীকৃত সংগঠনই নেই বলে দাবি করা হয় পুলিশের তরফে। সোমবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যপুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, “পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে একটি সংগঠন এই অভিযানের ডাক দিয়েছে। কিন্তু ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনও সংগঠনই নেই। আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই নামে কোনও সংগঠন নেই।”

তিনি আরও বলেন,, “মঙ্গলবারের ওই অভিযানের জন্য প্রথমে পুলিশের কাছ থেকে কোনও অনুমতি চাওয়া না হলেও সোমবার দুপুরে দু’টি ইমেল আসে। কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ দুই সংগঠনেরই নবান্ন অভিযানেরই অনুমতি দেয়নি। “

প্রসঙ্গত, মঙ্গলবার ইউজিসির পরীক্ষা আছে, তাই দুটি মিছিলের কোনটিকেই অনুমতি দিচ্ছে না পুলিশ। এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন পুলিশের তরফ থেকে ছাত্র সমাজ ও যৌথ মন্ত্রকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে সংরক্ষিত এলাকা বাদ দিয়ে অন্য কোথাও মিছিল করলে কোনও বাধা দেবে না পুলিশ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.