কলকাতা: মঙ্গলবার নবান্নের কাছে কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তারা যে কোনো ধরনের পরিস্থিতির প্রস্তুত থাকছে।
আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। তবে পুলিশ জানিয়েছে, তাদের অনুমতি ছাড়াই ওই অভিযান হচ্ছে। এই প্রেক্ষিতে পুরো হাওড়াতেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সবমিলিয়ে প্রস্তুতিতে খামতি রাখছে না কলকাতা পুলিশ। তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় মঙ্গলবার মোতায়েন থাকবেন ৬,০০০ পুলিশকর্মী। ২৬ জন ডিসি (ডেপুটি কমিশনার) পদমর্যাদার আধিকারিকও থাকবেন পথে।
উল্লেখ্য, যে সব সংগঠন এই অভিযানের ডাক দিয়েছে, তাদের সঙ্গে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে যোগাযোগ করে মিছিলের রুট-সহ বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছিল। তারপরেও কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ না-করায় আজকের নবান্ন অভিযানকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করে পুলিশ।