ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন আগামী ৩০ আগস্ট রাঁচিতে বিজেপিতে যোগ দেবেন। এমনটাই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপির ঝাড়খণ্ড নির্বাচনের সহ-ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেনের একটি সাক্ষাতের ছবি শেয়ার করে, এক্স (আগের টুইটার) পোস্টে হিমন্ত বলেছেন, “ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের একজন বিশিষ্ট আদিবাসী নেতা, চম্পাই সোরেনজি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন কিছুক্ষণ আগে। রাঁচিতে ৩০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন।”
গত জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেফতার করে ইডি। একটি জমি কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করা হয়। ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী হন চম্পাই। তবে হেমন্ত জামিন পেয়ে বাইরে এলে তিনি ৩ জুলাই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন।
গত বুধবার নিজস্ব রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে চম্পাই জানিয়েছিলেন, তাঁর পরবর্তী পদক্ষেপ এক সপ্তাহের স্পষ্ট হয়ে যাবে।