কলকাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাব পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। জানা গিয়েছে, বিধানসভায় বিল পেশ হতে চলেছে আগামী ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে আগামী সপ্তাহেই অধিবেশন ডেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন বিল পাশ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের ঘটনায় ‘দশ দিনের মধ্যেই বিচার’- এর প্রস্তাব থাকবে ওই বিলে।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডেকে ধর্ষণের শাস্তি ফাঁসির বিল ‘পাস’ করিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে।’ একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, রাজ্যপাল বিলে স্বাক্ষর না করলে ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে দলের মহিলা ও পুরুষরা গিয়ে বসে থাকবেন।
সূত্রের খবর, ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল।