নয়াদিল্লি: কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত করছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তের দায়িত্বভার নিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি তারা। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই-এর রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তবে ওই মামলার শুনানি পিছিয়ে গেছে এবং পরবর্তী শুনানি আগামী সোমবার, অর্থাৎ ৯ সেপ্টেম্বর ধার্য হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের অভিযোগের পরেই হাইকোর্ট তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআই দ্রুত এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। যদিও তদন্তের প্রাথমিক অগ্রগতি সম্পর্কে তারা এখনো মুখ খোলেনি, তবে সুপ্রিম কোর্টে যে রিপোর্ট পেশ করা হবে তা থেকে মামলার গতি সম্পর্কে কিছুটা স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
তদন্তের অগ্রগতির ওপর সকলের নজর থাকলেও, এই মুহূর্তে সিবিআই কী তথ্য হাতে পেয়েছে, তা নিয়ে কোনও বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়নি। ৫ সেপ্টেম্বর শুনানি বাতিল হওয়ার পর ৯ তারিখ পরবর্তী শুনানির দিন হিসাবে নির্ধারণ হয়েছে। ওই দিন সিবিআই তাদের তদন্তের রিপোর্ট আদালতে পেশ করবে এবং তার ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
এই মামলায় যেহেতু ধর্ষণ ও খুনের মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাই আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে সিবিআই। জনমনেও এই ঘটনার দ্রুত এবং সঠিক বিচারের দাবি ক্রমেই বাড়ছে।