আরজি কর জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। ছবি : রাজীব বসু
কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেল পাঠানো হয়েছিল আন্দোলনকারী ডাক্তারদের কাছে। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নিজেই এদিন ইমেল পাঠান, যেখানে মুখ্যমন্ত্রীর বৈঠকের ইচ্ছার কথা জানানো হয়।মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এদিনই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতির সমাধান করতে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেই ইমেলের কোনো উত্তর পাননি নবান্নের কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বেরিয়ে যান।
আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনও সাড়া না পাওয়ায় হতাশা ছড়িয়েছে প্রশাসনের অন্দরে।অপরদিকে, আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এখনও তাদের দাবিতে অনড় রয়েছেন। পাঁচ দফা দাবি সহ রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবিও তুলেছেন তারা। এর আগে সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবা ফিরিয়ে আনার নির্দেশ দিলেও, আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরেননি।
সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে পাল্টা সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারেরা রাজ্য সরকারের ইমেলকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেন। জুনিয়র ডাক্তারদের যুক্তি, তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিবের অপসারণ। কিন্তু বৈঠকের জন্য যে মেলটি পাঠানো হয়েছে, তা এসেছে স্বাস্থ্যসচিবের ইমেল থেকেই। এক জুনিয়র ডাক্তারের কথায়, ‘‘ইমেলে লেখা হয়েছে, রেসপেক্টেড স্যর। মনে রাখবেন, এই আন্দোলনে শুধু স্যর নন, ম্যাডামেরাও রয়েছেন।’’
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও বৈঠকে অনুপস্থিতির বিষয়টি নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে এই অচলাবস্থা কবে কাটবে, তা এখনও অনিশ্চিত।