কলকাতা: ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রইলেন। বুধবার মুখ্যসচিবের সঙ্গে নবান্নে দীর্ঘ বৈঠকেও তাঁদের দাবি নিয়ে লিখিত আশ্বাস মেলেনি বলে দাবি। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে সাংবাদিকদের সামনে ডাক্তারেরা হতাশা প্রকাশ করেন।
ডাক্তারেরা জানিয়েছেন, বৈঠকে মৌখিক আশ্বাস মিললেও কোনো লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি, যা তাঁদের দাবি পূরণে সরকারের অনীহা প্রকাশ করে।ডাক্তারদের অন্যতম মুখপাত্র রুমেলিকা কুমার বলেন, “আজকের আলোচনা অত্যন্ত হতাশাজনক। সব দাবি মুখ্যসচিব মেনে নিলেও তিনি বৈঠকের কার্যবিবরণীর ‘মিনিটস’ সই করতে রাজি হননি।” তিনি আরও বলেন, “আমাদের নিরাপত্তা, থ্রেট কালচার, হাসপাতালের বেডের কেন্দ্রীয় ব্যবস্থা, ছাত্র ভোট, রেফারেল সিস্টেম সহ নানা দাবি বৈঠকে মেনে নেওয়া হলেও তা লিখিত আকারে সই করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।
“রুমেলিকা কুমার আরও জানান, “মুখ্যসচিব আমাদের লিখিত আকারে দাবিগুলি মেল করতে বলেছেন, যা আমরা আগামীকাল করব। তবে আমরা এখনও নিরাপদ বোধ করছি না, তাই কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হচ্ছি।”
ডাক্তারেরা জানিয়েছেন, তাঁরা কাজে ফিরতে ইচ্ছুক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে তাঁরা যথেষ্ট চিন্তিত। তাই লিখিত আশ্বাস পাওয়া না পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে, চলমান কর্মবিরতি রোগী পরিষেবার উপর প্রভাব ফেলছে। সাধারণ মানুষ চাইছে, শীঘ্রই সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সমঝোতা করে স্বাস্থ্য পরিষেবার অবস্থা স্বাভাবিক করা সম্ভব হবে।