কলকাতা: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল। দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অধ্যায়ের অবসান ঘটিয়ে দলের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হল শুভঙ্কর সরকারকে। শনিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে একটি প্রেস বিবৃতিতে এই নিয়োগের ঘোষণা করেন।
শুভঙ্কর সরকার রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ওড়িশা-সহ একাধিক রাজ্যে এআইসিসি-র দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দিল্লিতেও সংগঠনের কাজ করেছেন তিনি। এদিন তাঁকে প্রদেশ সভাপতি করার পর এআইসিসি-র সম্পাদকের দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে।
অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রায় এক দশক ধরে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন, তাঁর সময়ে দলকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যদিও অধীরের নেতৃত্বে দল বাংলায় উল্লেখযোগ্যভাবে কোনও বড় রাজনৈতিক সাফল্য পায়নি, তবে তিনি রাজ্যের বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। প্রেস বিবৃতিতে অধীরের অবদানেরও প্রশংসা করা হয়েছে এবং তাঁর দীর্ঘ পরিশ্রমের কথা উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বর্তমানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির আধিপত্যের মাঝে কংগ্রেসের শক্তি পুনর্নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ হবে শুভঙ্করের জন্য। তবে তাঁর নেতৃত্বে দল নতুন উদ্যমে কাজ শুরু করবে বলে আশা করছেন কংগ্রেস কর্মীরা।
দলীয় সূত্রে খবর, নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণের পর শুভঙ্কর শীঘ্রই দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং রাজ্যজুড়ে দলকে আরও সক্রিয় করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন।