কলকাতা: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে, যা থেকে নিম্নচাপ দানা বাঁধতে পারে। এর জেরে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। মঙ্গলবারও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গেও সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি, তবে সর্বত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।