কলকাতা: পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার জেলা শাসকের কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত জমি এবং ফসল নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের জমি মেপে শস্য বিমার টাকা দেওয়া হবে। কৃষকদের আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী, এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাকবলিত এলাকাগুলিতে ত্রাণ সহায়তা বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, “সরকার যতটা পেরেছে, করছে। পুলিশও অনেক জায়গায় কমিউনিটি কিচেন চালিয়েছে। আমাদের দল থেকেও সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেখানে বন্যা হয়েছে, আমরা সাধ্যমতো শুকনো খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছি। কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে।”
মুখ্যমন্ত্রী বিধায়কদের তাদের কোটার টাকা দিয়ে গ্রামীণ সড়ক উন্নয়নের নির্দেশ দেন এবং একই অনুরোধ সাংসদদের কাছেও জানান। পাশাপাশি, তিনি প্রশাসনিক আধিকারিকদের ত্রাণ শিবিরগুলোতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেন। “ত্রাণ শিবিরগুলোতে পানীয় জলের কোনো ঘাটতি যেন না থাকে,” বলেন মমতা।
এই বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাধিকা আইয়ার, পুলিশ সুপার আমনদীপ, মন্ত্রী স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, মলয় ঘটক, সিদ্দিকুল্লা চৌধুরীসহ জেলার সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং কৃষি, সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। সরকারের ত্রাণ কার্যক্রম ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।