কলকাতা: কলকাতা জিপিও-র বাথরুমে এক মহিলা সহকর্মীর ভিডিও লুকিয়ে মোবাইলে বন্দি করার অভিযোগে এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম ভিকি মল্লিক (৩৪), যিনি উল্টোডাঙার বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১.৫০ মিনিট নাগাদ জিপিও-র বাথরুমে এক মহিলা কর্মী প্রবেশ করেন। সেই সময় অভিযুক্ত ভিকি মল্লিক দরজার ফাঁক দিয়ে মোবাইলে ওই মহিলার ভিডিও রেকর্ড করতে থাকে। তার এই গোপন কর্মকাণ্ড জিপিও-র অন্যান্য কর্মীদের নজরে আসে এবং তারা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে অভিযুক্তকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা মেলায় তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর আগে ভিকি মল্লিক এই ধরনের অপরাধে জড়িত ছিল কি না। তার মোবাইল এবং অন্যান্য ডিভাইসও পরীক্ষা করা হচ্ছে অতিরিক্ত প্রমাণ সংগ্রহের জন্য।
এই ঘটনা কলকাতা জিপিও-তে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জিপিও-র কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।