কলকাতা: দক্ষিণবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। সংস্থার প্রত্যেক কর্মীকে এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য আবেদন জানিয়েছেন ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার রাজেশ কুমার।
ডিভিসির যেসব কর্মী আয়করের আওতায় রয়েছেন, তাঁদের সেপ্টেম্বর মাসের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে এক দিনের বেতন কেটে নেওয়া হবে এবং তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। তবে এই দান সম্পূর্ণ ঐচ্ছিক। কোনও কর্মী যদি দান করতে অনিচ্ছুক হন, তাহলে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ইমেলের মাধ্যমে কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে।
ডিভিসি কর্তৃপক্ষ তাদের বার্তায় উল্লেখ করেছেন, “পশ্চিমবঙ্গের একাধিক এলাকা বন্যায় বিধ্বস্ত হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন এবং তাদের কাছে ন্যূনতম প্রয়োজনীয় জিনিসও নেই। এই কঠিন সময়ে আমাদের দায়িত্ব হল তাদের পাশে দাঁড়ানো।”
উল্লেখ্য, সম্প্রতি নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসিকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রচুর পরিমাণ জল ছাড়তে হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের নিম্ন দামোদর অববাহিকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সহায়তার জন্যই এই পদক্ষেপ নিয়েছে ডিভিসি।
ডিভিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে এবং আশা করা হচ্ছে যে এই তহবিল বন্যা দুর্গতদের দ্রুত সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।