প্রথম পাতা খবর উত্তরবঙ্গে ধস ও প্রবল বৃষ্টি, পুজোর মুখে বিপর্যস্ত পর্যটন ও যানচলাচল

উত্তরবঙ্গে ধস ও প্রবল বৃষ্টি, পুজোর মুখে বিপর্যস্ত পর্যটন ও যানচলাচল

286 views
A+A-
Reset

দার্জিলিং: উত্তরবঙ্গ ও সিকিমে টানা বৃষ্টির ফলে বড়সড় ধসের ঘটনা। সিকিমের লাইফলাইন হিসাবে পরিচিত জাতীয় সড়ক ১০ (এনএইচ ১০) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। মিরিকে ধসের কারণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কালিম্পংয়ের তিস্তা বাজার থেকে কালিম্পং পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। ফুঁসছে তিস্তা নদী, ফলে বিপন্ন অবস্থায় রয়েছে তিস্তার পারের এলাকাগুলি। পুজোর মুখে এমন পরিস্থিতিতে পর্যটন শিল্প চরম সংকটে পড়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং এবং মিরিক অঞ্চলে টানা বৃষ্টি চলতে থাকবে। সিকিমের মঙ্গন ও চুংথাঙ্গ সহ বিভিন্ন এলাকায় ধসের ঘটনা ঘটেছে, এবং পরিস্থিতি সামাল দিতে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) মেরামতির কাজ শুরু করেছে। সেবক থেকে কালিঝোরা পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় ধসের কারণে বড় বড় পাথরের চাঁই রাস্তার ওপর নেমে এসেছে। ঘুরপথে লাভা হয়ে গ্যাংটক যাওয়ার বিকল্প রাস্তা খোলা থাকলেও অনেক জায়গায় যানচলাচল বিপর্যস্ত।

তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। তিস্তার মাঝ চরে জলে ভেসে আসা কাঠ আনতে গিয়ে আটকে পড়েন স্থানীয় কয়েকজন বাসিন্দা, যাদের নৌকা করে উদ্ধার করা হয়েছে।

এই দুর্যোগের কারণে পুজোর আগে পর্যটনের ওপর বড় আঘাত পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা রাজ্যজুড়ে সাধারণ জনজীবনে প্রভাব ফেলতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.