প্রথম পাতা খবর প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের

প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের

438 views
A+A-
Reset

কলকাতা হাইকোর্টে প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন নিয়ে শুনানি হয় বৃহস্পতিবার। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ স্পষ্টভাবে জানিয়ে দেন, আপাতত তাঁকে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হবে না। মামলার প্রেক্ষিতে উভয় পক্ষের হলফনামা তলব করেছেন বিচারপতি।

পঙ্কজ দত্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি আরজি কর হাসপাতালের এক ঘটনার প্রতিবাদ করতে গিয়ে মহিলাদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক সভায় তিনি বলেন, “আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সোনাগাছির মতো জায়গা হলে তাও মেনে নেওয়া যেত।” তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে বিতর্ক।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ শুনানিতে প্রশ্ন তোলেন, কীভাবে তিনি পতিতালয়ের উদাহরণ দিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন। তিনি বলেন, “এটা কোনও উদাহরণ হতে পারে না। হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হল কেন?” তিনি আরও মন্তব্য করেন, “যে ভাবে মন্তব্যটি করা হয়েছে, সেটিই যথেষ্ট ওই মহিলাদের অসম্মান করার জন্য।”

বিচারপতি ভরদ্বাজ বলেন, “আমাদের প্রত্যেকের জায়গাই কি নিরাপদ? তাহলে বিশেষভাবে ওই জায়গাকে উল্লেখ করা কেন?” বিচারপতি পঙ্কজ দত্তের বক্তব্যের ভাষা ও প্রাসঙ্গিকতা নিয়ে কড়া মন্তব্য করেন এবং বলেন, “এভাবে মন্তব্য করার প্রয়োজন ছিল না, যা মহিলাদের অসম্মান করেছে।”

এই মামলার পরবর্তী শুনানির আগে আদালত উভয় পক্ষের হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.