কলকাতা: এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার কর্মবিরতিতে যোগ দেবেন সিনিয়র ডাক্তার ও অধ্যাপকেরাও। শুক্রবার সকালে এক ঘণ্টার জন্য কর্মবিরতি পালন করবেন তাঁরা, জুনিয়র ডাক্তারেরা যে আন্দোলন করছেন, সেই প্রতিবাদকে সমর্থন জানিয়ে। কর্মবিরতিটি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চলবে।
আরজি করে সম্প্রতি এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে এনআরএসের সিনিয়র ডাক্তাররা এবার সরব হলেন।
সিনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে এই আন্দোলন একান্তই জরুরি। যে ঘটনার বিরুদ্ধে তাঁরা লড়ছেন, তা সমগ্র চিকিৎসক মহলের নিরাপত্তার সঙ্গে যুক্ত।
এনআরএস হাসপাতালের সিনিয়র ডাক্তারদের এই সমর্থন আন্দোলনটিকে নতুন মাত্রা দিয়েছে, এবং গোটা স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা পুনরায় তুলে ধরেছে।