পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রবিবার সকালে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, এরপর গণপিটুনির জেরে মৃত্যু হয় অভিযুক্তের।
স্থানীয়রা জানাচ্ছেন, অভিযুক্তের নজর অনেক দিন ধরেই ছিল ওই গৃহবধূর দিকে। মহিলাকে নাকি একাধিকবার কুপ্রস্তাবও দিয়েছিল সে। গৃহবধূ তাঁকে সতর্ক করলেও, সেটাও যেন যথেষ্ট ছিল না!
শনিবার, গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে ওই যুবক বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবাদে মহিলাকে মারধর করে। আরও অভিযোগ, শেষে কীটনাশক খাইয়ে তাঁকে খুন করা হয়।
ঘটনার পরেই গ্রামবাসীরা আর চুপ করে থাকেননি। অভিযুক্তকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।