হাতিবাগান নবীন পল্লীর পুজো। ছবি: রাজীব বসু
কলকাতা: মহাষষ্ঠীতে ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু দুর্গাপুজো। গতকাল ৮ অক্টোবর পঞ্চমী শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার বোধন, যা দুর্গোৎসবের মূল সূচনা হিসেবে ধরা হয়।
আজ সকাল ৭টা ৩২ পর্যন্ত ছিল ষষ্ঠী, এরপর শুরু হবে মহাসপ্তমী, যা চলবে আগামীকাল ১০ অক্টোবর সকাল ৭টা ২৫ পর্যন্ত। এ বছর মহাষ্টমী ও মহানবমী একই দিনে পড়ায়, শুক্রবার, ১১ অক্টোবর, অষ্টমীর অঞ্জলি ও নবমীর পুজো একসঙ্গে অনুষ্ঠিত হবে। নবমীর পূজা শেষ হবে শনিবার, ১২ অক্টোবর, ভোরে। সেদিনই পালিত হবে বিজয়া দশমী।
এ বছর দেবীর আগমন দোলায়, যার ফলাফল হিসেবে মড়কের সম্ভাবনার কথা বলা হচ্ছে। আর গমন হবে ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ বা বিশৃঙ্খলা।
দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায়, এবং পঞ্জিকা অনুযায়ী আজ থেকে মূল পূজার কার্যক্রম শুরু।