যাদবপুর আদর্শ নগর ইয়ং বেঙ্গলের প্রতিমা। ছবি: রাজীব বসু
কলকাতা: আজ, শুক্রবার মহাঅষ্টমী, তবে এই বছর মহাঅষ্টমী এবং মহানবমী একই দিনে পালিত হচ্ছে, যা কিছুটা ভিন্ন অভিজ্ঞতা। বৃহস্পতিবার রাত ১২টা ৩৩ মিনিটে শুরু হওয়া অষ্টমী তিথি শেষ হচ্ছে আজ, শুক্রবার সকাল ১২টা ৭ মিনিটে। এদিন মা দুর্গার পুজো এবং পুষ্পাঞ্জলি প্রদান সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
বিশেষত মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় ধরা হয়েছে আজ সকাল ৭টা ৯ মিনিট থেকে ৯টা ২৭ মিনিট পর্যন্ত, যখন অমৃতযোগ চলবে। এই সময়কালে দেওয়া পুষ্পাঞ্জলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এবারের পুজো কিছুটা ভিন্ন, কারণ ১১ অক্টোবর দুপুর ১২টা ২৭ মিনিটে নবমী শুরু হচ্ছে এবং তা শেষ হবে ১২ অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিটে। ১২ অক্টোবর সকাল ৫.৪৪ মিনিট পর্যন্ত নবমীর পুজো, তারপর দশমীর পুজো। এর ফলে নবমী এবং দশমী একই দিনে পড়েছে, যার ফলে একই দিনে হবে নবমী ও দশমীর পুজো।