কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে জরুরি বৈঠক সারলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবির মধ্যে সিংহভাগই হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠকে হাসপাতালগুলির নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়ন কতদূর এগিয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানতে চান যে রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি বসানো, শৌচালয় এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত কাজে কী অগ্রগতি হয়েছে। এ নিয়ে দ্রুত পদক্ষেপ করারও পরামর্শ দেন তিনি।
এর পর শুক্রবার রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তাদের নিয়ে নবান্নে আরও একটি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব। যেখানে স্বাস্থ্য দফতরের কর্মকর্তাদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।