কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ঝড়ের আশঙ্কায় প্রায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দক্ষিণ শাখার বেশ কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
রেল সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখায় কোনও ট্রেন ছাড়বে না। একই সময়ে, দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকেও শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন চলবে না। বারাসত-হাসনাবাদ শাখাতেও একই রকম ভাবে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্ট-কোস্ট রেলের অনুরোধে পুরীগামী বেশ কয়েকটি ট্রেন বন্ধ থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কামাক্ষ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
এই সতর্কতামূলক পদক্ষেপগুলি ঘূর্ণিঝড়ের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গ্রহণ করা হয়েছে বলে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।