প্রথম পাতা খবর কালনায় কালীপুজোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪

কালনায় কালীপুজোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪

275 views
A+A-
Reset

বৃহস্পতিবার কালীপুজোর রাতেই পূর্ব বর্ধমানের কালনায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। আনুমানিক রাত সাড়ে ৯টা নাগাদ কাটোয়া এসটি কে কে রোডের গৌরাঙ্গ পাড়ার কাছে একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় একটি বাইকের। দুর্ঘটনায় বাইকে থাকা চারজনের মৃত্যু হয়েছে এবং পাশে থাকা এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক আরোহীরা ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তাদের অবস্থা এতটাই সংকটজনক ছিল যে হাসপাতালের পথে তাদের মৃত্যু হয়। আহত পদ্মা দাস নামে এক মহিলাকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখনো চিকিৎসাধীন।

মৃতদের মধ্যে রয়েছেন সেলিম মোল্লা, বাক্কার মণ্ডল, নওয়াজ মণ্ডল এবং আরিফ শেখ। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়ায় এবং আরিফ শেখের বাড়ি পারুলডাঙ্গায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় নাদন ঘাট থানার বিশাল পুলিশবাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, একই দিন বাঁকুড়ার সোনামুখীতে আরেকটি পথ দুর্ঘটনায় পিকআপ ভ্যান ও বাইকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.