প্রথম পাতা খেলা সৌদির জেদ্দায় হতে চলেছে আইপিএল ২০২৫ মেগা অকশন, ১৫৭৪ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ

সৌদির জেদ্দায় হতে চলেছে আইপিএল ২০২৫ মেগা অকশন, ১৫৭৪ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ

324 views
A+A-
Reset

ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে আইপিএল ২০২৫-এর মেগা অকশন অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দা শহরে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর দুদিনব্যাপী এই মেগা অকশনে উঠবেন ১৫৭৪ জন ক্রিকেটার। এর মধ্যে ১১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি ক্রিকেটার থাকবেন। মেগা অকশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট বিশ্ব।

প্রত্যেক বছর আইপিএলে দলের পুনর্গঠনের জন্য এই মেগা অকশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ছয়জন পর্যন্ত খেলোয়াড়কে রিটেন বা আরটিম (RTM) কার্ডের মাধ্যমে ধরে রাখতে পারে। এবারের রিটেনশন তালিকা অনুসারে, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস সর্বাধিক ছয়জন ক্রিকেটারকে রিটেন করেছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচজন এবং পাঞ্জাব কিংস মাত্র দুইজন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রেখেছে। ফলে এইবারের অকশনে সেরা খেলোয়াড়দের নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রবল প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে।

রিটেনশন তালিকা থেকে বাদ পড়েছেন বেশ কিছু নামী ক্রিকেটার, যার মধ্যে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল, দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার রয়েছেন। এদের অনুপস্থিতি মেগা অকশনকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, মেগা অকশনে অংশগ্রহণকারী ১৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্যাপড প্লেয়ার আছেন ৪৮ জন এবং বিদেশি ক্যাপড প্লেয়ার আছেন ২৭২ জন। আনক্যাপড ভারতীয় প্লেয়ার, যাঁরা পূর্বে আইপিএলে অংশ নিয়েছেন এমন ১৫২ জন প্লেয়ার এবং ৯৬৫ জন নতুন আনক্যাপড প্লেয়ারও অকশনে থাকবেন। বিদেশি আনক্যাপড প্লেয়ারের সংখ্যা ১০৪ জন। সব মিলিয়ে ১৫৭৪ জন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ২০৪ জনকে দল পেতে পারে।

সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড গঠনের নিয়ম থাকায় এবারের আইপিএল মেগা অকশন ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.