269
সাধনা দাস বসু : আর্থিক প্রতারণার তদন্ত করার জন্য রাজ্য পুলিশে একটি পৃথক শাখা খোলা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক প্রতারণা সংক্রান্ত যাবতীয় মামলা এই শাখায় জমা দেওয়া যাবে। তদন্তের পাশাপাশি হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করে তা প্রতারিতদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে পদস্থ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।
তবে বেআইনি কল সেন্টারের প্রতারণার মামলা সরাসরি এই শাখা নেবে না বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে। তাঁদের বক্তব্য, এই প্রতারণার সঙ্গে সাইবার অপরাধ জড়িত। কিন্তু কল সেন্টারের প্রতারণায় হাওয়ালা লেনদেন জড়িত থাকলে এই শাখা তদন্তভার হাতে নেবে বলে জানা গেছে।