182
কলকাতা: বাংলায় শীতের অপেক্ষা আপাতত দীর্ঘতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোনও অঞ্চলেই তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমার সম্ভাবনা নেই।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সামান্য বৃষ্টি হলেও মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। পারদ নামার কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে।
ও দিকে, উত্তরের জেলাগুলিতেও শীতের কোনও আগমনী বার্তা নেই। আগামী কয়েক দিন সেখানে তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।