কলকাতা: নবান্নে কর্মীদের হাজিরা নিয়ে কঠোর অবস্থান রাজ্যের অর্থ দফতরের। এতদিন বায়োমেট্রিক পদ্ধতির পাশাপাশি খাতায় সই করার সুযোগ ছিল। কিন্তু মুখের নির্দেশ কার্যকর না হওয়ায় এবার লিখিত নির্দেশ দিয়ে খাতায় সইয়ের নিয়ম পুরোপুরি বাতিল করা হয়েছে। গত সোমবার রাজ্যের উপসচিব নাভেদ আখতার একটি নির্দেশিকায় জানান, এখন থেকে অর্থ দফতরের সমস্ত কর্মীদের শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা দিতে হবে।
২০২৩ সালের মে মাসে নবান্নে এই বায়োমেট্রিক পদ্ধতি চালু হলেও অনেক কর্মী শুধুমাত্র খাতায় সই করে দায়িত্ব পালন করছিলেন। বিশেষ করে, যাঁরা অন্য দফতর থেকে বদলি হয়ে বা পদোন্নতির মাধ্যমে নবান্নে এসেছেন, তাঁরা প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়ায় তাঁদের বায়োমেট্রিক চালু হয়নি। নতুন নির্দেশে বলা হয়েছে, বদলি বা পদোন্নতির মাধ্যমে নবান্নে যোগদানকারী কর্মীরা প্রথম দিনেই তাঁদের বায়োমেট্রিক তথ্য দাখিল করবেন। অন্য দফতরে বদলি হলে তাঁরা আগাম জানিয়ে বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করবেন।
অর্থ দফতরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বারবার বলার পরেও কর্মীরা বায়োমেট্রিক ব্যবহার না করায় হাজিরা রিপোর্ট তৈরিতে সমস্যায় পড়তে হচ্ছে। নতুন নিয়মে এই সমস্যা দূর হবে।