কলকাতা: বুধবার রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকেল ৫টা পর্যন্ত মোট গড়ে ৬৯.২৯ শতাংশ ভোট পড়েছে।
কমিশনের তথ্য অনুসারে, বাঁকুড়ার তালড্যাংরায় সর্বোচ্চ ৭৫.২০ শতাংশ এবং উত্তর ২৪ পরগনার নৈহাটিতে সর্বনিম্ন ৬২.১০ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া হাড়োয়ায় ৭৩.৯৫ শতাংশ ভোট পড়েছে। মেদিনীপুর কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ৭১.৮৫ শতাংশ ভোট পড়েছে। আলিপুরদুয়ারের মাদারিহাটেও বিকেল ৫টা পর্যন্ত ৬৪.১৪ শতাংশ ভোট পড়েছে। কোচবিহারের সিতাইয়ে ভোট পড়েছে ৬৬.৩৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন শিবির থেকে মোট ৩৪২টি অভিযোগ জমা পড়েছে। বিজেপি থেকে ৬৬টি, তৃণমূল থেকে পাঁচটি এবং কংগ্রেস ও সিপিএম থেকে তিনটি করে অভিযোগ এসেছে।
বিক্ষিপ্ত দু’একটি ঘটনা ছাড়া সর্বত্র ভোট শান্তিতেই মিটেছে। গোটা উপনির্বাচনে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে বিক্ষিপ্ত গোলমালের ঘটনা ঘটেছে।