কলকাতা: ফের গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে একাধিক বার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় রয়েছেন। তবে জেলে থাকার সময়েই শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানিতে আইনজীবীরা আদালতে তাঁর অসুস্থতার কথা তুলে ধরেন।
এর আগে অসুস্থ হয়ে দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জ্যোতিপ্রিয়। সেই সময়ও তাঁর অসুস্থতা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। হাসপাতাল থেকে তাঁকে পুনরায় প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তিনি একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তাঁর মাথা ঘোরা ও অন্যান্য সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে বিশেষ ‘হেড আপ টিলট টেবল টেস্ট’ করানোর পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার বিশেষ ইডি আদালতে তাঁর জামিনের আবেদন জমা পড়ে, তবে ইডি পক্ষ থেকে আপত্তি জানানো হয় এবং আদালতে রিপোর্টও পেশ করা হয়েছে। আদালত আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।