প্রথম পাতা খবর পাক-অধিকৃত কাশ্মীরে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর

পাক-অধিকৃত কাশ্মীরে বাতিল চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর

275 views
A+A-
Reset

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঘোষণা করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি স্কার্ডু, হুনজা, মুর্রি এবং মুজাফফরাবাদে ঘুরে বেড়াবে। কিন্তু বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এই পরিকল্পনার বিরোধিতা করার পর আইসিসি পাকিস্তানকে পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) অঞ্চলে এই ট্যুর বাতিল করার নির্দেশ দেয়।

সূত্র জানিয়েছে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পিসিবির এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। পিসিবি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বৃহস্পতিবার লিখেছিল, “প্রস্তুত হও, পাকিস্তান। ১৬ নভেম্বর ইসলামাবাদ থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ট্রফি ট্যুর শুরু হবে, যা স্কার্ডু, মুর্রি, হুনজা এবং মুজাফফরাবাদের মতো দর্শনীয় স্থানে যাবে।”

ট্রফি ট্যুরটি ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল এবং ট্রফি ইতিমধ্যেই ১৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। তবে পিওকে অঞ্চলে ট্যুর বাতিল হওয়ার কারণে পিসিবি এখন নতুন পরিকল্পনা করতে বাধ্য হবে।

বাতিলের মূল কারণ

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য নির্ধারিত তিনটি শহর—লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি—দূষণ এবং ধোঁয়ার কারণে ট্রফি ট্যুরের তালিকায় রাখা হয়নি। এই অবস্থায় পিসিবি এই তিন শহর ছাড়াও নতুন পরিকল্পনা করতে পারে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আইসিসি ও পিসিবির সম্পর্কের টানাপোড়েন

সম্প্রতি পিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল বিসিসিআই-এর কাছ থেকে তাদের পাকিস্তান সফরে যেতে অস্বীকারের কারণ জানাতে। অন্যদিকে, অনেক প্রতিবেদন বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফি একটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে যেখানে ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে।

আইসিসি ১১ নভেম্বর প্রতিযোগিতার সূচি প্রকাশ করার কথা থাকলেও ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে তা পিছিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.