কলকাতা: জোড়াসাঁকো থানা এলাকায় শ্বাসরোধ করে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ সরফরাজ (৩০)। রবিবার রাতে কলকাতার মহাত্মা গান্ধী রোডের ধারে ফুটপাথে অজ্ঞাতপরিচয় এক মাঝবয়সি ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাত ১০টা নাগাদ স্থানীয়রা জোড়াসাঁকো থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁকে দ্রুত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের সন্দেহ হয় মহম্মদ সরফরাজের ওপর। অভিযোগ, সরফরাজ ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন। ফুটেজের সূত্র ধরে সরফরাজকে রাতে তাঁর বাড়ি এমএম বর্মণ স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে একটি গামছা বাজেয়াপ্ত করেছে। পুলিশের সন্দেহ, ওই গামছাটি ব্যবহার করেই শ্বাসরোধ করা হয়েছিল।
তবে শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। মৃতের শরীর থেকে রক্তপাতের বিষয়টি বিশেষভাবে নজরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০২ ধারা সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে।