প্রথম পাতা খবর আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে আজ সিপিএমের সিজিও অভিযান

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে আজ সিপিএমের সিজিও অভিযান

382 views
A+A-
Reset

কলকাতা: আরজি কর-কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন অতিক্রান্ত হলেও এখনও সঠিক অগ্রগতি নেই বলে অভিযোগ তুলছে সিপিএম। আজ, বৃহস্পতিবার, এই ইস্যুতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের দিকে অভিযান চালাবে তারা।

সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টায় উল্টোডাঙার হাডকো মোড়ে জমায়েত করবেন তাঁদের কর্মী-সমর্থকেরা। সেখান থেকে মিছিল করে সিজিও অভিমুখে যাত্রা করা হবে। রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই অভিযানে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব।

সিপিএমের অভিযোগ, প্রাথমিক চার্জশিটে সিবিআই শুধু এক জন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করেছে। অথচ এত বড় ঘটনার জন্য এক জনই দায়ী, এই যুক্তি বিশ্বাসযোগ্য নয়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “যে কোনও তদন্তকারী সংস্থাকে পেশাদারি দক্ষতায় কাজ করতে হবে। কিন্তু যদি তা রাজনীতি দ্বারা পরিচালিত হয়, তবে তা কখনও সফল হতে পারে না।’’ তিনি আরও জানান, “এই ঘটনার পরে নির্যাতিতার বাবা-মা সিবিআই তদন্ত চেয়েছিলেন। আমরা আপত্তি করিনি। কিন্তু এখন ১০০ দিন পেরিয়ে গেলেও তদন্তের গতি ধীর।’’

‘আরও কত সময় চাই, জবাব দাও সিবিআই’— এই স্লোগানে সিজিও অভিযানের কর্মসূচি সাজিয়েছে সিপিএম। সেলিম আরও বলেন, ‘‘মানুষ দেখছেন, আগের দুর্নীতির মামলাগুলির মতোই সিবিআই এখানে আইন অনুযায়ী কাজ না করে রাজনৈতিক প্রভাবের লাইনে চলছে। তাই আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি।’’

সিপিএমের দাবি, আরজি কর-কাণ্ডে শুধু বিচার নয়, এর সঙ্গে যুক্ত বড় ষড়যন্ত্রকেও উন্মোচিত করতে হবে। সেই দাবি নিয়েই আজকের সিজিও অভিযান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.