312
কলকাতা: রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলির মধ্য়ে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে (মাদারিহাট)। এ বার অবশ্য তৃণমূল ৬-০ ফল করে তাক লাগিয়ে দিল।
সিতাই
সঙ্গীতা রায় (তৃণমূল)- ১৬৫৯৮৪
দীপককুমার রায় (বিজেপি)- ৩৫৩৪৮
মাদারিহাট
জয়প্রকাশ টপ্পো (তৃণমূল)- ৭৯১৮৬
রাহুল লোহার (বিজেপি)- ৫১০১৮
তালড্যাংরা
ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল)- ৯৮৯২৬
অনন্য রায় চক্রবর্তী (বিজেপি)- ৬৪৮৪৪
মেদিনীপুর
সুজয় হাজরা (তৃণমূল)- ১১৫১০৪
শুভজিৎ রায় (বিজেপি)- ৮১১০৮
নৈহাটি
সনৎ দে (তৃণমূল)- ৭৮৭৭২
রূপক মিত্র (বিজেপি)- ২৯৪৯৫
হাড়োয়া
শেখ রাবিউল ইসলাম (তৃণমূল)- ১৫৭০৭২
পিয়ারুল ইসলাম (এআইএসএফ)- ২৫৬৮৪