লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভিক্টোরিয়া দর্শন। ছবি: রাজীব বসু
কলকাতা: নতুন বছর শুরু হতেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফিরেছে শীতের আমেজ। এক ধাক্কায় তাপমাত্রা কমে গিয়েছে প্রায় তিন ডিগ্রি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমে গেছে ১০ ডিগ্রির নীচে। পুরুলিয়া এবং দার্জিলিঙে তাপমাত্রার ফারাক মাত্র ২ ডিগ্রি, যা শীতের প্রকোপকে আরও স্পষ্ট করেছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও কমতে পারে। হিমেল হাওয়া এবং শীতের ছোঁয়া রাজ্যের মানুষের কাছে শীতবস্ত্র নিয়ে বেরোনোর কারণ হয়ে উঠেছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই তাপমাত্রা পতন সামনের কয়েক দিন ধরে বজায় থাকতে পারে। ফলে শীতপ্রেমীরা নতুন বছরের শুরুতে এই আবহাওয়া বেশ উপভোগ করছেন।