প্রথম পাতা খবর ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে কৃষকদের টাকা দেওয়া শুরু করল রাজ্য

‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে কৃষকদের টাকা দেওয়া শুরু করল রাজ্য

252 views
A+A-
Reset

রাজ্য সরকারের ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩৫০ কোটি টাকা পাঠানো হচ্ছে।

বুধবার মুখ্যমন্ত্রী লিখেছেন, “চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের জন্য আমরা আর্থিক সহায়তা প্রদান করছি।”

https://twitter.com/MamataOfficial/status/1876915767901311242

মুখ্যমন্ত্রী আরও জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত এই প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩,৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, “আমরা বাংলার কৃষকদের পাশে ছিলাম, আছি, এবং থাকব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.