প্রথম পাতা খবর গ্রিন লাইনে সিগন্যালিংয়ের কাজ, দেড় মাস মেট্রো বন্ধ রাখার প্রস্তাব

গ্রিন লাইনে সিগন্যালিংয়ের কাজ, দেড় মাস মেট্রো বন্ধ রাখার প্রস্তাব

265 views
A+A-
Reset

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মেট্রো চলাচল সাময়িক বন্ধের প্রস্তাব দিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে লাইন জোড়ার কাজ সম্পন্ন। পুরো গ্রিন লাইনে অভিন্ন সিগন্যাল ব্যবস্থা তৈরির লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

মেট্রো সূত্রে খবর, এক ফরাসি সংস্থা এই সিগন্যাল ব্যবস্থার কাজ করবে। প্রায় দেড় মাস সময় লাগবে এই কাজের জন্য। সেই সময় মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএল।

জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে সিগন্যালিংয়ের কাজ শুরু হবে, প্রথম পর্যায়ে ১২ ও ১৮ ফেব্রুয়ারি রবিবার মেট্রো বন্ধ রাখা হবে। দৈনিক লক্ষাধিক যাত্রী পরিবহণ হওয়ায় দেড় মাস মেট্রো বন্ধের বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষ এখনও স্থায়ী সিদ্ধান্ত নেননি বলে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.