প্রথম পাতা খবর টানা ৪ দিন বন্ধ বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল, বাতিল শিয়ালদহ-ডানকুনি লোকাল ও কিছু এক্সপ্রেস

টানা ৪ দিন বন্ধ বালি ব্রিজ দিয়ে ট্রেন চলাচল, বাতিল শিয়ালদহ-ডানকুনি লোকাল ও কিছু এক্সপ্রেস

543 views
A+A-
Reset

বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে অবস্থিত ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির জন্য টানা চার দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেতুর গার্ডার পরিবর্তন ও ব্যালাস্ট লাইন বসানোর কাজ চলবে। এই কারণে ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এই সময়ে ২২ জোড়া শিয়ালদহ-ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। একই সঙ্গে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে, যেমন:

  • কলকাতা-পটনা গরিবরথ
  • তেভাগা এক্সপ্রেস
  • শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস
  • ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস
  • শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস
  • শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি
  • কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
  • কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস

ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ১৭ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। এগুলির মধ্যে রয়েছে:

  • জম্মু-তাওয়াই এক্সপ্রেস
  • বিকানের দুরন্ত
  • অনন্যা এক্সপ্রেস
  • শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস
  • পদাতিক এক্সপ্রেস
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
  • কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • দার্জিলিং মেল
  • শিয়ালদহ-অজমের এক্সপ্রেস
  • প্রতাপ এক্সপ্রেস

ডানকুনির পরিবর্তে দমদম-নৈহাটি রুট দিয়ে এই ট্রেনগুলো চলবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো আপডেট জানিয়ে দেবে এবং যাত্রার আগেই ট্রেনের স্ট্যাটাস যাচাই করার অনুরোধ করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.