288
কলকাতা: শীতের আমেজ বজায় থাকলেও আপাতত কনকনে ঠান্ডার প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রাজ্যের তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন হবে না। তবে সপ্তাহান্তে সামান্য পারদপতন হতে পারে।
উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার ফলে উত্তুরে হাওয়ার গতি বাধাপ্রাপ্ত হয়েছে। এর ফলেই শীতের দাপট কমেছে। রাজ্যের সর্বত্র আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
জানুয়ারির শুরুতে শীতের দাপটের পরে মকর সংক্রান্তির সময় থেকে শীতের আমেজ অনেকটাই হ্রাস পেয়েছে। কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রির ঘরে পৌঁছেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে।