ফের অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার প্রেসিডেন্সি জেলে শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন তিনি। এরপর জেলের চিকিৎসকদের পরামর্শে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জেল সূত্রে জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের আগে থেকেই শারীরিক নানা সমস্যা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই স্থূলতা ও পায়ের সমস্যায় ভুগছেন। কিছুদিন আগেই জেলের মধ্যে ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল তাঁর, সে সময়ও বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখনও তাঁকে চিকিৎসা দেওয়া হয়।
এটি প্রথমবার নয়, এর আগেও অসুস্থতার কারণে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০২২ সালে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারির সময়ও তাঁকে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছিল। তখনও চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এমনকি আদালতের নির্দেশে ভুবনেশ্বর এমসেও পাঠানো হয়।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হলে ১ ফেব্রুয়ারির আগে পার্থ চট্টোপাধ্যায় শর্তসাপেক্ষে জামিন পেতে পারেন। বিচার ভবনে সেই চার্জ গঠন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তবে তার আগেই ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।