প্রথম পাতা খবর সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবে রাজ্য: মুখ্যমন্ত্রী

সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবে রাজ্য: মুখ্যমন্ত্রী

293 views
A+A-
Reset

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক হত্যাকাণ্ডের দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। সোমবার নিজের এক্স (পূর্ববর্তী টুইটার) হ্যান্ডলে এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিম্ন আদালতে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মালদহ থেকে জানান, তিনি এখনও দোষীর ফাঁসির দাবিতে অনড়। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করলেন এবং জানান, রাজ্য সরকার হাইকোর্টে ফাঁসির শাস্তির জন্য আবেদন করবে।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এটা দেখে আমি স্তম্ভিত। আমি মনে করি, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। তাই এই অপরাধে ফাঁসির সাজাই হওয়া উচিত।”

তিনি আরও লেখেন, “সম্প্রতি, গত ৩/৪ মাসে, আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না? আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমরা এখন হাইকোর্টে আসামির মৃত্যুদণ্ডের আবেদন করব।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.